বার্সেলোনা থেকে সেভিয়ায় পৌঁছেছেন ইভান রাকিতিচ। ঘরের ছেলেকে বরণ করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আবারও পরিচয় করিয়ে দিয়েছে সমর্থকদের সঙ্গে।
রাকিতিচের উত্থান সেভিয়াতেই। এই ক্লাবে খেলেই বিশ্ব দরবারে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। এরপরই ডাক পড়ে বার্সেলোনায়। বয়স হয়েছে ৩২। পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া বার্সায় থাকলে নিয়মিত ম্যাচ খেলতে পারতেন না। ব্যাপারটা বুঝে গিয়ে ৮ মিলিয়ন থেকে বেতন তিন মিলিয়নে নামিয়ে পুরোনো ক্লাবে ফিরেছেন রাকিতিচ।
সংবাদ সম্মেলনে ক্রোয়েট মিডফিল্ডার জানিয়েছেন, সেভিয়া তার কাছে ঘরের মতই। ফিরতে পেরে তাই তিনি দারুণ খুশি। সঙ্গে আরো বলেন, বার্সায় থাকতে অবস্হায় সেভিয়ার বিপক্ষে গোল করলে যেমন উদযাপন করেন নি। ঠিক তেমনি এখন বার্সার বিপক্ষে গোল করলেও সেলিব্রেট করবেন না।