ইতালিয়ান লিগে পয়েন্ট টেবিলে উন্নতির লক্ষ্যে রাতে বেনেভেন্তোর বিপক্ষে মাঠে নামবে য়্যুভেন্তাস। এ ম্যাচে বিশ্রামে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। এদিকে জার্মান লিগে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ রাত সাড়ে ৮টায়।
দুই সাবেক সতীর্থের লড়াই। এসি মিলানের জার্সিতে দীর্ঘ সময় কাটানো দুই ফুটবলার এখন দু’দলের কোচ। য়্যুভেস্তাসে আন্দ্রে পিরলো আর বেনেভেন্তোতে ইনজাঘি। খেলোয়াড়ি জীবনে য়্যুভেন্তাসের জার্সিতেও কিংবদন্তি তকমা পাওয়া ইনজাঘির দলটার বিপক্ষে পিরলোরা ফেবারিট হয়েই নামবে।
নিজেদের মাঠ ছাড়া খুব একটা জ্বলে উঠতে পারছে না তুরিনের ওল্ড লেডিরা। লিগে শেষ ৮ অ্যাওয়ে ম্যাচের মাত্র ১টিতে জয় আছে তাদের। যদিও সিরি আ’তে দু’দলের দু’বারের দেখায়ই জয় পেয়েছে য়্যুভেন্তাস।
টেবিলের ১৪ নম্বরে থাকা বেনেভেন্তোর বিপক্ষে মাঠে নামার আগে একেবারেই চিন্তা করতে চান না কোচ পিরলো। আন্তর্জাতিক ও ক্লাব ম্যাচে ব্যস্ত সময় কাটানো রোনালদোকে বিশ্রামে রাখবেন তিনি। ডিফেন্সে কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে। ইনজুরিতে আছেন বুফন-ডেমিরালরা। তবে শঙ্কা আছে কিয়েলিনি-বোনুচ্চিদের নিয়ে।