আরও একটি রেকর্ডের পালক যুক্ত হলো ক্রিস্টিয়ানো রোনালদোর মুকটে। এবার ওয়ার্ল্ড বেস্ট ইন্টারন্যাশনাল টপ স্কোরার ট্রফি জিতলেন এই পর্তুগিজ তারকা। ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নজির গড়ে ‘ওয়ার্ল্ড বেস্ট ইন্টারন্যাশনাল টপ স্কোরার’ ট্রফি জিতলেন রোনালদো।
এ নিয়ে চারবার এই পুরস্কার জিতলেন সিআরসেভেন। রিয়াল মাদ্রিদে থাকার সময় ২০১৬ এবং ২০১৭ সালে পরপর দু’বার এই ট্রফি জিতেছিলেন তিনি।
এর আগে চলতি মাসেই সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম গোল করার নজির গড়েন রোনালদো। এই মুহূর্তে জাতীয় দলের হয়ে রোনালদোর আন্তর্জাতিক গোলসংখ্যা ১০১টি। ইউরোপের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই নজির তার।
সব মিলিয়ে গোটা বিশ্বে রোনালদোর চেয়ে বেশি গোল করেছেন মাত্র একজন। তিনি হলেন ইরানের আলি দায়েই। যার দখলে আছে ১০৯টি গোল।
২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। ১৭ বছরের ক্যারিয়ারে জিতেছেন দুটি আন্তর্জাতিক ট্রফি। করেছেন সাতটি হ্যাট্রিক। পর্তুগালের হয়ে পেরিয়েছেন ১০০তম গোলের গণ্ডি। এবার গড়লেন আন্তর্জাতিক এই পুরস্কার পাওয়ার রেকর্ড।