শেরপুরে আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমুর নামে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ এবং সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গত ১১ ডিসেম্বর শেরপুর সদর উপজেলার ডুবারচর উজানপাড়া গ্রামের ইমান আলীর ছেলে মনসুর ইসলাম শেরপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।
শেরপুর সদর থানার ওসি জুবায়ের আলম এ মামলার সত্যতা স্বীকার করে বলেন, মামলা এফআইআর করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তদন্ত চলছে।