আপাতত হচ্ছে না টাইগারদের শ্রীলঙ্কা সফর। বিসিবিতে নীতিনির্ধারকদের নিয়ে জরুরি সভা করছেন বোর্ড সভাপতি। সেখানেই হয়েছে এই সিদ্ধান্ত।
কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার দেয়া কঠিন শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া সম্ভব নয় জানিয়েছিলেন বোর্ড সভাপতি। এরপর শর্ত শিথিলে লঙ্কান স্বাস্থ্য অধিদপ্তর আর কোভিড নাইনটিন টাস্কফোর্সের সঙ্গে দফায় দফায় বৈঠক করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু সফরের কড়া নিয়মকানুন পরিবর্তন করেনি দেশটার সরকার। ১৪ দিনের কোয়ারিন্টিনেই অনড় তারা।
এদিকে, বিসিবিও রাজি নয় দুই সপ্তাহ কোয়ারেন্টিনসহ এসএলসির পাঠানো আরো কিছু সফর শর্ত মানতে। ফলে আপাতত হচ্ছে না এই সফর।