মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬শে ডিসেম্বর রাত ২টায় শুরু হয়ে টানা ২ ঘণ্টা সংস্থার গুরুত্বপূর্ণ বিষয় এবং যুক্তরাজ্যে কলোনাল ভয়াবহ অবস্থা নিয়ে আলোচনা করেন সংস্থার চেয়ারম্যান ও যুক্তরাজ্য কমিটির সভাপতি, সহ-সভাপতি সহ কমিটির অন্যান্য সদস্যরা।
ভার্চুয়াল সভায় করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা। সভায় সংগঠনের উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা সংস্থার যুক্তরাজ্যের সভাপতি জনাব আশিকুল ইসলাম আশিক এবং সহ সভাপতি জনাব কবির হায়দার এর সাথে এক ভার্চুয়াল কনফারেন্সে সেখানকার করোনা ভাইরাস সম্পর্কে জানতে চান এবং যুক্তরাজ্যে সংস্থার অন্যান্যদের খোঁজ খবর নেওয়া সহ তাদেরকে এই অদৃশ্য শত্রু মোকাবিলাতে সাবধান থাকার জন্য বারবার সতর্ক করেন।
এক পর্যায়ে সহ সভাপতি জনাব কবির হায়দার আগামী ৩০শে ডিসেম্বর, ২০২০ বাংলাদেশে যাওয়া কথা শুনে অতিরিক্ত সুরক্ষা মেনে চলে ফ্লাইটে ভ্রমন করার পরামর্শ দেন এবং তাঁকে সবাই মিলে বাংলাদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ভার্চুয়াল সম্বর্ধনা দেন। সব শেষে সবাই সবার জন্য দোয়া কামনা করে সংস্থার চেয়ারম্যান ভার্চুয়াল মিটিং সমাপ্তি ঘোষনা করেন।
এছাড়াও সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা, যুক্তরাজ্য শাখার সভাপতি আশিকুল ইসলাম আশিক এবং সহ সভাপতি কবির হায়দার ভার্চুয়াল সভায় সারাবিশ্বে করোনা ভাইরাসজনিত রোগে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিগগরিই এ মারাত্মক সংকট কাটিয়ে উঠতে পারবো। তবে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা বলেন, করোনা মহামারিতে ভার্চুয়াল এই সভা সংঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে। একই সঙ্গে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে। তাছাড়া বর্তমান পেক্ষাপটে ভার্চুয়ালের কোনো বিকল্প নেই। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভায় তিনি বাংলাদেশের সংস্থার সকল কমিটির শাখাগুলোকে এ মহামারিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।