চ্যাম্পিয়ন্স লিগের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোল করে পিএসজির বিপক্ষে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ৫৯ মিনিটে গোলটি করেন কিংস্লে কোমান।
এর আগে বাংলাদেশ সময় রাত ১টায় লিসবনের স্তাদিও দা লুজ স্টেডিয়ামে শুরু হয় দুই দলের লড়াই। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। বায়ার্ন গোলরক্ষক নয়্যার ও পিএসজি গোলরক্ষক নাভাস, দুজনকেই দিতে হচ্ছে পরীক্ষা। প্রথমার্ধে পিএসজির নেইমার ও বায়ার্নের লেভানডোস্কি দুজনই হাতছাড়া করেছেন গোলের সুযোগ।