বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে শনিবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায়।
সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছে সফরকারী ভারত। দ্বিতীয় টেস্টে দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মোহাম্মদ শামি।
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে ভারত। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মিডলঅর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। সবমিলিয়ে একাদশে পরিবর্তন এসেছে চারটি।
বিরাট কোহলির জায়গায় দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। পেসার শামির পরিবর্তে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজের। সিরাজ ছাড়াও এই টেস্টে অভিষেক হচ্ছে আরও একজনের। ডানহাতি তরুণ শুভমান গিলকে টেস্ট খেলতে নামানো হচ্ছে প্রথমবারের মতো। তিনি খেলবেন পৃথ্বী শ’র পরিবর্তে।
মেলবোর্ন টেস্টের একাদশে রাখা হয়নি ঋদ্ধিমান সাহাকে। ফেরানো হয়েছে বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পন্থকে। এদিকে প্রথম টেস্টের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসে দলীয় সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছিল তারা।
ভারতের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারি, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিশাভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।