ব্যক্তিগত রেকর্ডে পূর্ণ বুধবার রাত। ক্রিস্তিয়ানো রোনালদো ছুঁয়েছেন সাড়ে সাতশ ক্যারিয়ার গোলের রেকর্ড। য়্যুভেন্তাস ৩-০ গোলে হারিয়েছে দিনামো কিয়েভকে। লিওনেল মেসিকে ছাড়াই বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে ফেন্সেভারোসকে। অলিভিয়ের জিরু সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছেন হ্যাটট্রিক। তাতেই চেলসি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সেভিয়াকে। আর ম্যান ইউকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন নেইমার।
চ্যাম্পিয়ন্স লিগে ফিরলেও নক আউট পর্বে যাওয়াটা এখনো অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ওল্ড ট্রাফোর্ড মানেই যে পিএসজির জয়জয়কার তার শুরুটা মাত্র ৫ মিনিট ৪৫ সেকেন্ডে নেইমারের কল্যাণে।
দর্শকশূণ্য ওল্ডট্রাফোর্ড গর্জে ওঠেন মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধেই সমতায় ফেরান রেড ডেভিলদের। কিন্তু দ্বিতীয়ার্ধটা স্মরণীয় করে রাখেন মারকুইনহোস তার অসাধারণ গোলে। আবারও এগিয়ে যায় ফরাসী জায়ান্টরা।পরের মিনিটেই ইউনাইটেডের দ্বিতীয় ধাক্কা হয়ে আসে মিডফিল্ডার ফ্রেডের লাল কার্ড। দশ জনের ম্যান ইউ ইনজুরি সময়ে হজম করে আরো এক গোল। চ্যাম্পিয়ন্স লিগে যা নেইমারের ৩৮তম।
ম্যান ইউ, পিএসজি, লাইপজিগ তিন দলেরই পয়েন্ট এখন সমান ৯। শেষ ম্যাচে জার্মান প্রতিনিধিদের বিপক্ষে ড্রই যথেষ্ট একসময়ের ইংলিশ জায়ান্টদের।
য়্যুভেন্তাস কোচ আন্দ্রে পিরলো ম্যাচ শেষে বলেছেন রোনালদো যেন কখনোই না থামেন। এখনো চিরতরুণ সি আর সেভেনের পারফরম্যান্সই মুগ্ধ করেছে য়্যুভেন্তাস কোচকে। আরও একটি ল্যান্ডমার্ক ছুঁয়েছেন ম্যাচের দ্বিতীয় গোলে। নিজের ৭৫০তম ক্যারিয়ার গোল। চ্যাম্পিয়ন্স লিগে যা ১৩২তম।
ফেদরিকো সিসা ও আলভারো মোরাতা দুই অর্ধে বাকি দুই গোল করেন। কিয়েভের কথা না বললেই না। তুরিন গিয়ে ঝলক দেখিয়েছে একের পর এক আক্রমনে।
পরের সপ্তাহেই মেসি-রোনালদোর দেখা। করোনায় প্রথম লেগ মিস করেছিলেন রোনালদো। ম্যাচ ছাপিয়ে অবশ্য রেফারি স্টেফানে ফ্র্যাপার্ট আলোচনায়। কেননা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম নারী রেফারি এই ফরাসী।
মেসি মিস করেছেন ফেরেন্সভারোস ম্যাচ। শুধু মেসি না, ওসাসুনার বিপক্ষে লিগ ম্যাচের পাঁচজনকে বিশ্রাম দিয়ে একাদশ সাজিয়েছিলেন রোনাল্ড কোম্যান। কিন্তু সাবলীল কাতালান জায়ান্টরা। মাত্র ২৮ মিনিটের মধ্যে দিয়েছে তিন গোল।
আঁতোয়া গ্রিয়েজম্যান, মার্টিন ব্রাথওয়েট ও ওসমান ডেম্বেলে তিন গোল করেন স্প্যানিশ জায়ান্টদের হয়ে। য়্যুভেন্তাসের মত বার্সেলোনারও নক আউট পর্ব নিশ্চিত। গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে এই দুই দলের বাকি ম্যাচে।
সেভিয়ার বিপক্ষে চেলসির গোল উৎসবকে ছাপিয়ে গেছে অলিভার জিরুর পারফরম্যান্সে। এখনো যে হারিয়ে যাননি ফ্রেঞ্চ তারকা তার প্রমান রেখেছেন, চার গোলের সবকটি করে। ৩৪ বছরে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে করেছেন হ্যাটট্রিক।