তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল। রোববার (১৬ মে) সকাল সাড়ে আটটায় শ্রীলঙ্কা এয়ারের চার্টার্ড বিমানে ঢাকা পৌঁছায় পুরো দল। ১৮ ক্রিকেটার ছাড়াও আছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা। এরপর সরাসরি টিম হোটেলে যায় সফরকারীরা।
বুধবার থেকে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ মিলবে শ্রীলঙ্কা দলের। শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলার কথাও রয়েছে।
২৩ মে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারীরা। চলতি মাসে দেশের মাটিতে টেস্ট সিরিজে টাইগারদের হারিয়েছে শ্রীলঙ্কা।
কোভিড মহামারীর সময়ে বাংলাদেশে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সিরিজ। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে সফর করে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল।