লা লিগার শিরোপা মিশনে গুরুত্বপূর্ণ শেষ রাউন্ডের ম্যাচে টনি ক্রুসকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। কোভিড পজিটিভ হয়েছেন জার্মান এই মিডফিল্ডার।
কয়েকদিন আগে এক কোভিড পজেটিভ ব্যক্তির সংস্পর্শে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন ক্রুস। প্রোটোকল মেনে আইসোলেশনে চলে যেতে হয়েছিল তাকে। প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় রিপোর্টে কোভিড পজিটিভ হয়েছেন জার্মান এই মিডফিল্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।
লা লিগার শেষ রাউন্ডে আতলেতিকো খেলবে ভায়োদোলিদের বিপক্ষে। আর ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। রিয়াল ম্যাচ জিতলে আতলেতিকোর হার কিংবা ড্র’য়ে শিরোপা পাবে লস ব্লাঙ্কোরাই। কারণ দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জিদানের দলই। চলতি মৌসুমে জিদানের অন্যতম বড় ভরসা ছিলেন ক্রুস।