ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

ছাতকে বাঁধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে বোরো ফসল, কৃষকের মাথায় হাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনির,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে হাওরের ফসল রক্ষা বাঁধ। হাওরের ফসল নিয়ে এখন শংকিত এখানের কৃষকরা।

শুক্রবার রাত থেকে হাওরের ফসল রক্ষা বাঁধগুলোতে মেরামত কাজ করে যাচ্ছেন কৃষক ও স্থানীয়রা। শনিবার ঝিগলী-খঞ্জনপুর গ্রামের পূর্বে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ফাটার হাওরে। স্থানীয় কৃষকরা হাওর রক্ষা বাঁধ মেরামতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ হাওরে এলাকার ঝিগলী-খঞ্জনপুর, জিয়াপুরসহ অনেক গ্রামের বোরো ফসল রয়েছে। এ অঞ্চলের মধ্যে ফাটার হাওরই হচ্ছে বড় হাওর। ইউনিয়নের চাউলির হাওর রক্ষা বাঁধটিও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

এদিকে পানি ঢুকে বোরো ফসল তলিয়ে যাচ্ছে দোলারবাজার ইউনিয়নের খলাবন্দ হাওরের। এ হাওরে রয়েছে যুগল নগর, গোবিন্দপুর, জাহিদপুর,পূর্ব বসন্তপুর, বসন্তপুর, বুরাইয়া গ্রামের কৃষকদের ফসল। এখানে বেড়িবাঁধ প্রকল্পের কাজ শেষ না হওয়ায় হাওরের ফসল তলিয়ে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আখলুছ আলী ও সাবেক ইউপি সদস্য আবুল খয়ের জানান, স্থানীয় একটি মহলের বিরোধিতার কারনে এস এফ ডব্লিউ, আরডিপি-২ এর অধীনে জহির ভাংগা-বসন্তপুর উপ প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়ায় এ হাওরের ফসল আজ তলিয়ে যাচ্ছে। এক সপ্তাহ আগে ঝুকিপূর্ণ হাওর রক্ষা বাঁধ নিয়ে কৃষকদের মধ্যে হাহাকারের সৃষ্টি হয়েছিলো। দিনরাত ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতে কাজ করেছেন কৃষকরা। বাঁধে-বাঁধে কৃষকদের রাত কাটাতে হয়েছে।

বন্যার পানি কিছুটা হ্রাস পেলে কৃষকদের মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। এর মধ্যে উপজেলা কৃষি বিভাগের পরামর্শে আধাপাকা অনেক ধান কেটে ফেলেছেন কৃষকরা।

এক সপ্তাহের মধ্যে আবারো নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এখানের কৃষকদের মনে আবারও দেখা দিয়েছে শংকা। একটি হাওরের বেড়িবাঁধ ইতিমধ্যে ভেঙ্গে গেছে। আরো কয়েকটি হাওরের ফসল রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, প্রথম দফা বন্যায় নিচু এলাকার বুরো ফসল নষ্ট হয়েছে। একটি হাওরের বেড়িবাঁধ ভেঙ্গে গিয়েছে। তবে ফসল রক্ষার জন্য বাঁধ মেরামতে কাজ করছেন কৃষকরা। এতে সরকারি সহায়তাও প্রদান করা হচ্ছে। বাঁধ তদারকিসহ কৃষকদের বোরো ফসল ঘরে তুলতে উপজেলা কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102