বিদায় গাড়ি
আফরিন রেজা মীম
ঝম-ঝম দুপুরে শিওরে বসে আছি,
হৃদয়ে করিছে খেলা শত স্মৃতির মাছি!
ছেলেবেলা বাবার সাথে করেছি কত খেলা,
বোন আর আমি মিলে দেখতে গেছি মেলা।
দুষ্টুমি করলে বাবা রেগে দিয়েছে বকা!!
চুপি চুপি মা বলেছে ‘পালিয়ে যা খোঁকা’।
স্কুল পালিয়ে বাবার হাতে খেয়েছি কত মার,
মার কি আর গায়ে লাগে,
হাত যে আমার বাবার!!
প্রতিকী ছবি
“আজ যে ‘বাবা’ তোমার ছেলে
সেই ছোট খোকা নেই।
মস্ত বড় অফিসার আমি,
থাকি শহরেই।”
“বাবার যে আজ আঁখি ‘দু’খান
মেলতে পারে না, ‘মাগো।”
“বড় হয়ে গেছি বলে কী,
বাবা বকবে না গো?”
লাটাইয়ের জন্য কেটে রাখা বাঁশ,
শুকিয়ে কেনো যাচ্ছে?
বাবার হাতের ঘুড়ি যে আজ
ভীষণ উড়াতে মন চাইছে!!!
এবার উঠে দাঁড়াও বাবা,
মেলা দেখতে যাই,
তোমার সাথে মেলায় গিয়ে
আনন্দ যে পাই!
মাথার ঘাম পায়েতে ফেলি
শিখায়েছো লেখা পড়া,
আজকে তোমার কষ্ট মনে
দিচ্ছে খুবই সাড়া।
“মাগো, আমার লক্ষী সোনা
কান্না এবার থামাও।
“বাবা যে আমার সুস্থ হবে
খোদার কাছে চাও।”
বাবা যে আমার তুলিলো না আখিঁ,
হায় রে নিঠুর খেলা!
বুকে স্মৃতির রেখা এঁকে দিলো বাবার বিদায় বেলা!!!
যতই বড় অফিসার হই
আটকাতে নাহি পারি,
আমার কাঁধেই ভর করে বাবা
চড়িলো বিদায় গাড়ি!!!