বলিউডের অনেক তারকাকেই সঞ্চালনা করতে দেখা যায়। তাদের হাত ধরে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অনুষ্ঠান। এমনই অনুষ্ঠান ‘কফি উইথ করণ’। প্রযোজক, পরিচালক করণ জোহরের এ শোয়ে বি-টাউনের অনেকেই এসেছেন। তবে এই শোয়ে কখনও যাবেন না বলে পণ করেছেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শেষবার ‘কফি উইথ করণ’-এ করণের প্রিয় সেলেব আলিয়া ভাটের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন দীপিকা। ব়্যাপিড ফারায় রাউন্ডে মূল্যবান জিনিসে ঠাসা হ্যাম্পারটি করণ তুলে দিয়েছিলেন আলিয়ার হাতে। তাতেই হতাশ ও অসম্মানিত বোধ করেছিলেন দীপিকা। দীপিকা বলে দিয়েছিলেন যে, তিনি জানতেন করণ হ্যাম্পারটি আলিয়াকেই দেবেন। তারপর থেকে তিনি নিজেকে কথা দিয়েছেন কোনওদিনও ‘কফি উইথ করণ’-এ অংশগ্রহণ করবেন না।
এ ঘটনায় কিন্তু দীপিকার অনুরাগীরাও ক্ষিপ্ত হয়েছিলেন করণের উপর। কেউ কেউ বলেছিলেন, “দীপিকা কথা রেখেছেন। তিনি আর কোনওদিন ‘কফি উইথ করণ’-এ যাননি। কেন এমন শোতে দিপু যাবেন, যেখানে আলিয়াই সব?” একজন লিখেছিলেন, “চোখের সামনে নেপোটিজ়ম দেখেও দীপিকা কেমন হাসছেন। এটাই আসল শিক্ষা।”
এদিকে কয়েকদিন আগে করণ ঘোষণা দেন ‘কফি উইথ করণ’-এ অংশ নেবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তিনি আসেননি। এতে ফের প্রমাণিত হলো কথা রেখেছেন দীপিকা। তাকে আসলেই আর দেখা যাবে না করণের শোয়ে।