ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

ভারতের সংসদ চত্বরে বিজেপি-কংগ্রেস এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে দেশটির বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতি ও কিলঘুষির ঘটনা ঘটেছে। বৃস্পতিবার পার্লামেন্ট ভবনে প্রবেশের সময় সংসদ সদস্যদের মাঝে হাতাহাতির এই ঘটনা ঘটে। এতে অন্তত দু’জন সংসদ আহত হয়েছেন। বর্তমানে তাদেরকে দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশকে খুনের চেষ্টার অভিযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘‘আম্বেদকর ইজ দ্য ফ্যাশন’’ মন্তব্য নিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে ব্যাপক হৈচৈ পড়ে গেছে। এ সময় বিজেপি ও কংগ্রেসের সংসদ সদস্যদের প্রতিবাদ, পাল্টা প্রতিবাদ হাতাহাতি থেকে কিলঘুষিতে রূপ নেয়।

ভারতে সাবেক মন্ত্রী ডা. বি আর আমবেদকারকে নিয়ে অমিত শাহর অবমাননাকর মন্তব্যের অভিযোগ ঘিরে পার্লামেন্ট চত্বরে বিজেপির সংসদ সদস্যদের সঙ্গে কংগ্রেসের সংসদ সদস্যদের ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় উভয় পক্ষের সংসদ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রাহুল গান্ধীর দলের দুই সংসদ সদস্যকে মারধরের অভিযোগ দায়ের করতে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান দলটির সংসদ সদস্যরা। এ সময় বিজেপি দলীয় সংসদ সদস্য অনুরাগ ঠাকুর ও বাঁসুরি স্বরাজ বিরোধীদের ওপর চড়াও হন।

দেশটির রাষ্ট্র্রায়ত্ব বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলেছে, বিজেপি দলীয় ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গি ও উত্তর প্রদেশের মুকেশ রাজপুত মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তাদের দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট অজয় ​​শুক্লা ওই দুই সংসদ সদস্যের আঘাত গুরুতর বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারঙ্গির কপালে গভীর ক্ষত রয়েছে এবং তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে আনার পর তার উচ্চ রক্তচাপ উদ্বেগজনক মাত্রায় ছিল। মুকেশ রাজপুতও মাথায় আঘাত পেয়েছেন। তিনি সংসদ চত্বরেই হাতাহাতির সময় কিছুক্ষণের জন্য চেতনা হারিয়ে ফেলেছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর তার চেতনা ফিরেছে।

বর্তমানে তারা দু’জনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন এই চিকিৎসক। তিনি বলেছেন, চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন।

তবে সংসদ চত্বরে হাতাহাতির এই ঘটনায় কংগ্রেসের একজন সংসদ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রতিবাদের সময় তিনিও হাঁটুতে আঘাত পেয়েছেন। এই ঘটনায় কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

এনডিটিভি বলেছে, সংসদ চত্বরে আহত বিজেপির দুই সংসদ সদস্য সারঙ্গি ও রাজপুতের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ চত্বরে উত্তপ্ত পরিস্থিতির পর উভয় দলই সেখানে সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে সংসদ সদস্যদের ওপর চড়াও হওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহর পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102