রংপুরের পীরগাছা উপজেলায় যুগান্তর পত্রিকার সাংবাদিক একরামুল ইসলামকে মারধরের ঘটনায় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়ারেন্টভুক্ত আসামি রায়হান মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামি রায়হানকে মঙ্গলবার দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করলে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আসামি রায়হান উপজেলার বড় পানসিয়া (সদর্পরা) গ্রামের মজির রহমানের ছেলে।
জানা যায়, ৩০ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে ‘হিন্দু ঐক্যের’ একটি খবর সংগ্রহ করছিলেন সাংবাদিক একরামুল ইসলাম। খবর সংগ্রহ শেষে অজ্ঞাত এক ছেলের মাধ্যমে মুক্তিযোদ্ধা ক্যান্টিনের পেছনে তাকে ডেকে নিয়ে যান রায়হান। তার ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে রায়হান মিয়া বলে উঠে- তুমি খাদ্য-বান্ধব কর্মসূচির নামে সংবাদ প্রকাশ করেছ কেন? এখন তোর কে আছে ডাক!
উত্তরে একরামুল ইসলাম জানান, আমি অভিযোগের ভিত্তিতে নিউজ করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসী কায়দায় রায়হান মিয়া সাংবাদিক একরামুলকে কিল-ঘুসি মারতে থাকেন। পরে আহত সাংবাদিক একরামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে ১ অক্টোবর রায়হানের নামে থানায় তিনি একটি মামলা করেন।