ইসরাইল ‘সবসময়ের মতো’ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরাইলের প্রতি আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।
রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইসরাইল ‘সবসময়ের মতো’ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। ’ পাশাপাশি তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরাইলের প্রতি আহ্বানও জানান।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরাইল গাজায় হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক ফিলিস্তিনি কর্মকর্তা চুক্তিটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে ইসরাইলের তিনটি প্রধান লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলের গুলিবর্ষণ; যার ফলে গত ১ জানুয়ারি থেকে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘দ্বিতীয় লঙ্ঘন হল- ইসরাইলের মানবিক সাহায়তার ওপর অব্যাহত অবরোধ। তৃতীয়ত, (ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার সম্পূর্ণ জাতিগত নির্মূলের তাদের অভিপ্রায় সম্পর্কে বারবার বিবৃতি দিয়ে ফিলিস্তিনিদের উত্তেজিত করেছেন। ’
গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। ইসরাইলকে সমর্থন করায় অনেক পশ্চিমা মিত্রদের তিরস্কারও করেছে দেশটি। গাজা যুদ্ধের প্রতিবাদে ২০২৪ সালের মে মাসে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের গণহত্যার বিচারের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে।
যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘গাজা ইস্যুতে তুরস্ক নেতৃত্ব দেখিয়েছে। মানবিক সহায়তায় তুরস্কের মতো অন্য কোনও দেশ এতটা কাজ করেনি। ’