ads
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬ বার পঠিত

যারা দেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারাই এখন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বুদ্ধিজীবী ও লেখক ফরহাদ মজহার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের দগরীসার গ্রামে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির (রহ.)-এর ৫৭তম স্মরণোৎসব উপলক্ষে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য। বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য। কিন্তু তরুণদের এই কাজটি করতে দেওয়া হয়নি। ৫ আগস্টের ওপর তরুণদের একটা ইশতেহার বা একটা ঘোষণা দিতে দেওয়া হয়নি। এই অবস্থায়ও তরুণরা বিশৃঙ্খলা না করে ধৈর্যের পরিচয় দিয়েছে।

‘যদি নির্বাচনে যেতেই হয় তাহলে ছাত্ররা দাবি করেছে—আগে গণপরিষদ নির্বাচন করতে দিতে হবে। কারণ, বাংলাদেশের তৃণমূল মানুষের দাবি একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। ’

এই লেখক ও মানবাধিকারকর্মী বলেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না তারাই এখন নির্বাচন করে সরকার গঠন করতে চায়। বিগত আওয়ামী সরকার ১৫ বছর লুটপাট করেছে, এখন তারাও (নির্বাচনের দাবিকারীরা) লুটপাট করতে চায়। যারা তরুণদের কাজ করতে দিচ্ছে না তাদের প্রতি সর্তক থাকতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তারা এবং পরাজিত শক্তি বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102