করোনায় আক্রান্ত এবার স্প্যানিশ তারকা ডেভিড সিলভা। ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়েল সোসিয়েদাদে যোগ দিয়েছেন স্পেনের জাতীয় দলের মিডফিল্ডার। তাঁর নতুন ক্লাব খবরটি প্রকাশ্যে এনেছে। তবে উপসর্গ নেই সিলভার। আইসোলেশনে রয়েছেন তিনি।
প্রাক মৌসুম প্রস্তুতি শিবিরে নামার আগে প্রতি ফুটবলারের করোনা টেস্ট বাধ্যতামূলক। সিলভার প্রথম রিপোর্টও পজিটিভ এসেছিল। ৭২ ঘণ্টা পর দ্বিতীয় রিপোর্টের ফলও পজিটিভ আসে। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।
দীর্ঘ দশ মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগে কাটিয়ে স্পেনে ফিরেছেন সিলভা। ফ্রি ট্রান্সফার উইন্ডোয় তাঁকে দলে নিয়েছে রিয়েল সোসিয়েদাদ। সিটিতে ১০ বছরে খেলেছেন ৪৩৬ ম্যাচ। জিতেছেন চারটি ইপিএল খেতাব। এছাড়া দুটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ, তিনবার কমিউনিটি শিল্ড জিতেছেন তিনি সিটির হয়ে। সিটির হয়ে শেষ খেলেন চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে লিয়ঁর বিরুদ্ধে।