ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেকের পরপরই বিতর্কে জড়ালেন ম্যাসন গ্রিনউড ও ফিল ফোডেন। কোয়ারেন্টিনের নিয়ম ভাঙায় উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই দুজনকে।
আইসল্যান্ডের ওয়েবসাইট ‘৪৩৩’ সোমবার খবর প্রকাশ করে, রোববার ইংল্যান্ডের টিম হোটেলে দুজন নারী অতিথি নিয়ে এসেছিলেন গ্রিনউড ও ফোডেন। একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। এই ঘটনায় দেশটির কোভিড-১৯ কোয়ারেন্টিনের নিয়ম ভেঙেছেন তারা।
আইসল্যান্ডে গত শনিবার স্বাগতিকদের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলে জয়ের ম্যাচে অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড গ্রিনউড ও ম্যানচেস্টার সিটির ২০ বছর বয়সী মিডফিল্ডার ফোডেনের।
সোমবার সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ডেনমার্কের বিপক্ষে এই দুজনের না থাকার কথা জানান।
দুজনকে ছাড়াই আইসল্যান্ড থেকে এদিন কোপেনহেগেনের ফ্লাইট ধরে ইংল্যান্ড দল। সেখানেই মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা।