আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য খেলোয়াড়দের প্রথম ধাপের করোনা পরীক্ষা হয়েছে সোমবার (৭ সেপ্টেম্বর)। বিসিবি আশাবাদী ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া নিয়ে। যেখানে পরীক্ষায় ইতিবাচক হলে সুযোগ হারাবেন খেলোয়াড়রা!
বাসায় গিয়ে প্রথম দিনে নমুনা সংগ্রহ করে ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই ক্রিকেটারের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে একজন হলেন টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। তবে অন্যজনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে করোনা পরীক্ষা চলছে। এদিন বিকেলে দুইজন ক্রিকেটারের করোনা পজিটিভ হবার সংবাদ পাওয়া যায়।