শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে চলছে চার ধাপের করোনা পরীক্ষা। যেখানে অংশ নিচ্ছেন সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। যার প্রথম ধাপটি শেষ হয়েছে মঙ্গলবার। প্রথম ধাপের পরীক্ষায় প্রথম দিন দু’জন করোনায় আক্রান্ত হলেও দ্বিতীয় দিনে আক্রান্ত হননি কেউ।
মঙ্গলবার প্রথম ধাপের দ্বিতীয় দিনে জাতীয় দলের ৮ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদের কারো শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েনি। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার সংবাদ মাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘সবার খবরই ভালো। যেসব সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষা করিয়েছে, তারা সবাই নেগেটিভ। আমার জানা মতে কোন ক্রিকেটারের এদিন করোনা পরীক্ষা হয়নি।’
প্রথম ধাপের প্রথম দিন অর্থাৎ সোমবার জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছিল। সেখান থেকে জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ও ইংলিশ ফিজিও নিক লি করোনা পজিটিভ হয়েছেন।
শ্রীলঙ্কা সফরের জন্য ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০ থেকে ২২ সদস্যের দল ঘোষণা করা হতে পারে। ডাক পাওয়া ক্রিকেটাররা চারবার করোনা পরীক্ষা দিয়ে সেখানে ‘নেগেটিভ’ এলেই ২০ সেপ্টেম্বর উঠতে পারবেন টিম হোটেলে। সেখান থেকেই কয়েকদিন দলীয় অনুশীলনে অংশ নিয়ে ২৭ সেপ্টেম্বর উড়াল দেবেন শ্রীলঙ্কায়। জাতীয় দলের সঙ্গী হবে হাই পারফরম্যান্স দলও (এইচপি)।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। করোনার কারণে দেশে লম্বা সময় অনুশীলন করা যাচ্ছে না। তাই সিরিজের পুরো প্রস্তুতিই নিতে হবে শ্রীলঙ্কায়। সেখানে ডাম্বুলায় বাংলাদেশ একমাস প্রস্তুতি নেবে।