অবশেষে করোনাকে হারিয়ে দিতে সক্ষম হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মহামারী ভাইরাস কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি’র অনুশীলনেও ফিরেছেন এই তারকা।
সম্প্রতি পিএসজির বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। নেইমারও তাদের একজন। তবে করোনা কাটিয়ে ফিরতে পেরে নিজেকে ‘সুপার হ্যাপী’ বলে ঘোষণা দিয়েছেন তিনি।
পিএসজির করোনায় আক্রান্ত ফুটবলারদের মধ্যে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, কেইলর নাভাস, পারেদেসের মতো তারকারাও ছিলেন। এরপর সবাই চলে যান কোয়ারেন্টাইনে।
তবে সবার আগে সুস্থ হয়ে ফিরেছেন নেইমার। ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। লিখেছেন, ”অনুশীলনে ফিরলাম। সুপার হ্যাপী। করোনা আউট।”
সবকিছু ছেড়ে আবারো ফুটবলে মনোযোগী হতে পারবেন নেইমার।
সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত কাটালেও, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে হৃদয় ভেঙেছে থমাস টাচেল বাহিনীর। প্রথমবারের মতো ইউরোপ সেরার ট্রফি জয়ের সুযোগ থাকলেও, জিততে ব্যর্থ হন নেইমার-এমবাপ্পেরা।
তবে নতুন মৌসুমের শুরুটাও ভালো হয়নি পিএসজির। লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচেই তারা হেরে বসেছে। তবে নেইমার ফিরলে নিশ্চয়ই আবারো উজ্জীবিত হবে পার্ক দে প্রিন্সেসের ফুটবলাররা।
এরমধ্যেই নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন চললেও, তিনি নিশ্চিত করেছেন এই মৌসুমেও থাকছেন পিএসজিতেই। ক্লাবের ইতিহাসে নাম লেখাতে চান বলেও জানিয়েছেন ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া নেইমার।