করোনায় ভয়াবহ আর্থিক সঙ্কটে দেশের ফুটবলাররা। এর মধ্যেই আর্থিক সঙ্কটের অজুহাতে নতুন মৌসুমের জন্য ফুটবলারদের গেল মৌসুমের চুক্তির ২০ শতাংশ টাকা দিতে চাইছে ক্লাবগুলো। এমন সিদ্ধান্ত মানতে নারাজ দেশীয় ফুটবলাররা। অর্থের পরিমাণ বাড়াতে ক্লাবগুলোকে অনুরোধ করেছেন তারা।
করোনায় দীর্ঘদিন ধরে মাঠে নেই দেশের ফুটবল। বন্ধ রুটি রোজগারের পথ। এ বছর মাঝপথে লিগ বন্ধ হয়ে যাওয়ায় ফুটবলাররা তাদের অর্থ বুঝে পাননি পুরোটা। কেউ অর্ধেক কেউবা আবার পেয়েছেন তারও কম।
নতুন মৌসুম শুরুর আগে ফুটবলারদের ওপর নতুন খড়গ চাপিয়ে দিতে চাইছে ক্লাবগুলো। করোনার কারণে আর্থিক সঙ্কটের অযুহাতে ফুটবলারদের বকেয়া টাকা এক সঙ্গে দিতে চাইছেনা ক্লাবগুলো। পরিশোধ করা হবে কয়েক কিস্তিতে। আর নতুন মৌসুমের চুক্তিতে ফুটবলাররা ক্লাবের কাছে পাবেন গেলবারের চুক্তির ২০ শতাংশ অর্থ।
এমন শর্ত মানতে নারাজ ফুটবলাররা। নতুন মৌসুমের জন্য ক্লাবগুলোকে অর্থের পরিমাণ ২০ শতাংশ থেকে বাড়ানোর অনুরোধ করেছেন তারা।
ক্লাব এবং ফুটবলারদের সমন্বয়হীনতার কারণেই নতুন মৌসুমের বেতন নিয়ে ঝামেলা হচ্ছে বলে মনে করেন বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল। তবে, ক্লাব কর্তৃপক্ষের ২০% বেতনে নতুন মৌসুম খেলার প্রস্তাবকে একেবারেই অগ্রহণযোগ্য মনে করেন তিনি।
করোনার কারণে মাঝ পথেই বাতিল হয়ে যায় ২০১৯/২০ প্রিমিয়ার লিগ মৌসুম। এরপর থেকেই চলছে নতুন মৌসুম নিয়ে হিসাব-নিকাশ। ফুটবলারদের বেতন এবং দল বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
তিন দফায় ক্লাব এবং ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসে বাফুফের পেশাদার লিগ কমিটি। প্রস্তাব আসে দলবদল বাতিল, বিদেশিহীন লিগ এবং ফুটবলারদের বেতন কর্তনের। তড়িৎ কিছু সিদ্ধান্তও চলে আসে বৈঠক থেকে। কিন্তু, ফুটবলারদের বেতন নিয়ে সিদ্ধান্ত নিতে গেলেই বাঁধে ঝামেলা।
ফুটবলাররা নতুন মৌসুমে অর্ধেক বেতনে খেলতে রাজি থাকলেও, শতকার ২০ ভাগের বেশি অর্থ দিতে চায়না ক্লাব কর্তৃপক্ষ। সমস্যাটার জন্য ফুটবলার এবং ক্লাবদের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল। তবে, ক্লাবদের এ প্রস্তাব একেবারেই বাস্তবসম্মত নয় বলেও মনে করেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ২০ ভাগ টাকার প্রস্তাবটা খুবই অবাস্তব। এখানে ক্লাবদের আরো ছাড় দিতে হবে। ফুটবলারদেরকেও বলবো তারা যেন কিছুটা নমনীয় হয়। নিজেদের মাঝে কমিউনিকেশন ঠিক করতে হবে। গ্যাপ হলেই ঝামেলা বাড়বে। আমি আশা করি লিগ কমিটি দ্রুতই সমস্যাটার একটা যৌক্তিক সমাধান করবে। এমন কিছু করতে হবে যাতে কোন পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়।