মেসি-বার্সেলোনার ঝড় থেমেছে অবশেষে। নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় থেকে গেলেন লিওনেল মেসি।
তবে মেসি এবং বার্সেলোনা টানাপোড়েনের দৃশ্যে পার্শ্ব চরিত্র ছিলেন আরো বেশ ক’জন। বার্সেলোনার প্রেসিডেন্ট, কোচ, মেসির বাবা সবাই যেন সমানতালেই আলোচনায় মুখর ছিলেন এই ঘটনায়।
মেসি বার্সায় থাকছেন নাকি, অন্য কোথাও যাচ্ছেন? এ নিয়ে জল ঘোলা হয়েছে বেশ। এমনকি আদালত পর্যন্ত গড়াতে পারতো বিষয়টি। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আইনি ঝামেলা এড়িয়ে সমঝোতায় পৌঁছেছেন মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি এবং বার্সোলানা।
তবে এই ঘটনায় একটি পক্ষের দায় দেখছেন আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ হার্নান ক্রেসপো। সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকারের চোখে, মেসির বাবার জায়গায় পেশাদার কেউ মেসির এজেন্ট হলে হয়তো মেসি বার্সা ছাড়তে পারতেন।
গত ২৫ আগস্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে বুরোফ্যাক্স দিয়ে লিওনেল মেসি জানিয়ে দেন ক্লাব ছাড়ার কথা। তবে এরপরই বার্তোমেউ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, ৭০ কোটি ইউরো ছাড়া মেসিকে ছাড়া হবে না।
মেসির সঙ্গে ২০০৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে খেলা এই তারকা মনে করেন, মেসির মুখপাত্র হিসেবে তার বাবা না থেকে পুরোদস্তুর পেশাদার কেউ থাকলে, ক্লাব ছাড়া নিয়ে এত জল ঘোলা করতে হতো না মেসির।
আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেসপো বলেন, ‘হোর্হে মেসির প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, আমার কাছে মনে হয়ে এমন অবস্থায় পাশে একজন অভিজ্ঞ ও পেশাদার মুখপাত্রের দরকার হয়। পেশাদার কোনো মুখপাত্রের সঙ্গে কথা বলা আর নিজের বাবার সঙ্গে কথা বলার পার্থক্য অনেক।’
বাবা এজেন্ট হওয়া নিয়ে ক্রেসপো বলেন, ‘বাবার সঙ্গে কথা বলা আর পেশাদার এজেন্টের সঙ্গে কথা বলা এক নয়। এখানে পরিবারের চিন্তাভাবনা, আবেগ চলে আসে আগে। কিন্তু পেশাদার মুখপাত্র কখনোই আবেগকে পেশাদারিত্বের মধ্যে আনবে না। তাই সবার আগে প্রয়োজন পেশাদার মুখপাত্র।’