মৌসুমের শুরুতেই জয়ের স্বাদ পেলো লিভারপুল। অ্যানফিল্ডে লিডস ইউনাইটেডকে ৪-৩ হারিয়েছে অল রেডরা। এদিন লিগ চ্যাম্পিয়নদের হয়ে হ্যাট্রিক করেছেন দলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।
অ্যানফিল্ডের সেই চিরচেনা মাঠ। চ্যাম্পিয়ন লিভারপুল মাঠে নামে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে। প্রতিপক্ষ ১৬ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা লিডস ইউনাইটেড।
এদিন ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামে লিভারপুল। মোহাম্মদ সালাহ, ফিরমিনো, সাদিও মানের মত তারকা ফুটবলারদের সমন্বয়ে সেরা একাদশ সাজান কোচ ইয়ুর্গেন ক্লপ। ফলাফলও পেয়ে যান দ্রুত। ৩ মিনিটে সালাহর শট প্রতিপক্ষ ফুটবলার কোচের হাতে লাগলে পেনাল্টি পায় লিভারপুল। সে সুযোগ কাজে লাগিয়েই দলকে এগিয়ে নেন সালাহ।
ম্যাচের ১২ মিনিটে অবশ্য সমতায় ফেরে লিডস। ফিলিপসের অ্যাসিস্টে হ্যারিসন স্বস্তি ফেরান অতিথিদের হয়ে।
এরপর ম্যাচের ২০ মিনিটে আবারো এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের বাড়ানো বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে এবার নায়ক বনে যান ভার্জিল ভ্যান ডাইক।
এদিকে, আগ্রাসী খেলা চালিয়ে যায় লিডসও। আক্রমণ পাল্টা আক্রমণে আবারো সমতায় ফেরে তারা। ৩০ মিনিটেই ব্যামফোর্ড ব্যবধান কমান অতিথিদের হয়ে।
থেমে থাকেনি বর্তমান লিগ চ্যাম্পিয়নরাও। ৩৩ মিনিটে রবার্টসনের ফ্রি কিক থেকে পাওয়া বল নিখুঁতভাবে লিডসের জালে জড়ান সালাহ। সেই সাথে অল রেডদের হয়ে ম্যাচে জোড়া গোল পূরণ করেন এই মিশরিয়ান তারকা।
বিরতির পর আবারো সমতায় ফেরে লিডস। ক্লিচের গোলে ব্যবধান কমায় তারা। পরে ৮৭ মিনিটে আবারো পেনাল্টি পায় লিভারপুল। ডি বক্সের ভেতরে রদ্রিগো ফ্যাবিনিওকে ফাউল করলে সুযোগ আসে স্বাগতিকদের। তা থেকেই গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন মোহাম্মদ সালাহ। সেই সাথে জয়টাও নিশ্চিত হয়ে যায় ক্লপ শিষ্যদের।