দ্বিতীয়বারের মত ইউএস ওপেন শিরোপা জিতলেন জাপানের নাওমি ওসাকা।
নারী এককের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। ম্যাচের শুরুটা খুব একটা ভাল হয়নি ওসাকার।
প্রথম থেকে একের পর এক শট মিস করায় বিরক্ত হয়ে পড়ছিলেন ওসাকা। কিন্তু সেকেন্ড সেট থেকে ঘুরে দাঁড়ালেন ম্যাচে। প্রায় ২৫ বছর পর, প্রথম সেটে পরাস্ত হয়েছেন এমন কেউ জিতলেন খেতাব। এটি নাওমি ওসাকার তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়।