৪১ সদস্যের দল নিয়ে টাইগারদের লংকা সফরে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে লংকান স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সাত দিনের কোয়ারিন্টিন বিষয়ে এখনই কিছু জানায়নি তারা। এই বিষয়ে আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে এসএলসিকে।
বিসিবি সভাপতির হুঁশিয়ারির পর লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাল্টেছে সুর। বিসিবির মেইল পেয়ে মঙ্গলবার দুপুরে জরুরী বৈঠক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে। তার আগে বিসিবি সভাপতির হুঁশিয়ারির পর কানে পানি গেছে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। হয়েছে নমনীয়। সুরও পাল্টেছে।
কোনভাবেই ত্রিশ জনের বেশি সফর করতে পারবে না এই কথা থেকে সরে এখন সংখ্যাটা বাড়িয়েছে এক লাফে ১১ জন। অর্থাৎ ৪১ সদস্যের দল নিয়ে বাংলাদেশ শ্রীলংকা সফরে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে তারা।
কিন্তু যে কোয়ারিন্টিন পিরিয়ড নিয়ে বেধেছির মূল প্যাচ সেটা এখনো খুলেনি। তবে সেখানেও মিলেছে সমঝোতার আভাস। আজ সাত দিনের কোয়ারিন্টিন বিষয়ে সিদ্ধান্ত জানাবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর এসএলসি সেটি জানাবে বিসিবিকে। অর্থাৎ আগামী এক-দুদিন অপেক্ষাই করতে হবে বিসিবির।