করোনা মহামারির মধ্যে সংকটে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। নিয়মিত আয়োজনে পড়েছে ভাটা। তাই গুনতে হচ্ছে লোকসানের হিসাব। এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচন নীতির সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ। এবার ক্ষতি নিরসনে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের বাজেট ২০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে চাকরি হারাবেন বোর্ডের ৬২ জন কর্মকর্তা-কর্মচারী।
তবে ছাঁটাইয়ের ফলে শূন্য হওয়া কিছু পদ আর পূরণ করা হবে না বলে জানিয়েছে ইসিবি। তবে কিছু পদের জন্য খণ্ডকালীন হিসেবে নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
এর আগে এপ্রিল থেকেই বেশিরভাগ কর্মীদের বেতন ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এছাড়া প্রধান নির্বাহী টম হ্যারিসনের বেতন অক্টোবর পর্যন্ত ২৫ শতাংশ কমিয়ে দিয়েছিল বোর্ড।
ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে ক্রিকেটকে বেশ চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয়েছে। ইতিমধ্যে ১০০ মিলিয়ন ডলার হারিয়েছে আমরা। এমন চলতে থাকলে আগামী বছর আমরা প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছি। আমাদের খরচ কমানো ছাড়া উপায় নেই।’