ads
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী রাষ্ট্রপতি অফিসের কল পেয়ে এয়ারপোর্টে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়: হান্নান মাসুদ পিরোজপুরে দুদিন অনশনের পর প্রেমিকের সঙ্গে এক সন্তানের মায়ের বিয়ে ঠাকুরগাঁও সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক যার এজেন্ডায় আ.লীগকে নিষিদ্ধ নেই, তার সঙ্গে আমরা নেই: হাসনাত মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে জালিয়াতি: সেই স্বপন এখনো অধরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫ শেরপুরে কতিপয় শ্রমিক নেতা কর্তৃক হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ‘বরবাদ’ নির্মাতার সঙ্গে অহনার সম্পর্ক ছিল, দাবি শামীমের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তার স্ত্রীর জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ

আর্সেনালের মুখোমুখি লেস্টারসিটি, জুভেন্তাসের প্রতিপক্ষ ভেরোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৬ বার পঠিত

টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে লেস্টারসিটি। লন্ডনের এমিরেইটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে। এদিকে ইতালিয়ান সিরিআ’য় হেলাস ভেরোনার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। তুরিনের অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো জমে ওঠেনি টেবিলের লড়াই। বড় দলগুলোর মধ্যে কেবল লিভারপুল ও আর্সেনাল আছে টেবিলের শীর্ষ দশে। এবার টেবিলের সাতে থাকা লেস্টারসিটির প্রতিপক্ষ ৮ নম্বরে থাকা আর্সেনাল।

দু’দলই ইউরোপা লিগের শেষ ম্যাচে জয় পেয়েছে। তাই ছন্দে আছে দু’দলই। নিজেদের মাঠে খেলা হলেও স্বস্তিতে নেই গানাররা। কেননা লেস্টারসিটি বধ করার ক্ষমতা রাখে যে কাউকে। তবে, আরতেতা শিষ্যদের সাহস জোগাতে পারে পরিসংখ্যান। ১৯৭৩ সালের পর কখনো নিজেদের মাঠে লেস্টারের বিপক্ষে হারেনি আর্সেনাল।

জেমি ভার্ডি ও পিয়েরি এমেরিক ওবামেয়াংরা ম্যাচে না থাকায় কিছুটা ভোগাতে পারে গানারদের। দুই দল এর ১০৫ ম্যাচে ৫১ ম্যাচ জয় নিয়ে এগিয়ে আছে আর্সেনাল।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে রোনালদোকে ছাড়াই জুভেন্তাসের বাজিমাত। ডায়নামো কিয়েভকে হারিয়ে দারুণ ছন্দে আছে আন্দ্রে পিরলোর দল। এবার তাদের প্রতিপক্ষ টেবিলের ৮ নম্বরে থাকা হেলাস ভেরানো। ম্যাচের আগে ইতিহাস সমীহ জাগাচ্ছে জুভেন্তাসকে। দু’দলের ২১ লড়াইয়ে ১৫ জয় নিয়ে এগিয়ে আছে তুরিনের ওল্ড লেডিরা।

রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় তার জায়গায় ভালোই সামাল দিচ্ছেন আলভারো মোরাতা। গেল ম্যাচেও পেয়েছেন স্কোর। জুভেন্তাসের জন্য স্বস্তি হতে পারে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন দলটির আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ফর্মে আছেন অ্যারন রামসি ও বনুচ্চিরা। দলের বাকিরা ফিট থাকায় সহজ জয়ের অপেক্ষায় তুরিনের ওল্ড লেডিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102