বিনোদন ডেস্ক; নারীদের ওপর অত্যাচার বন্ধ করতে হলে ভারত সরকারকে আরও কড়া হতে হবে। ধর্ষকদের উপযুক্ত সাজা হল ফাঁসি। সাংবাদিক সম্মেলনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এভাবেই নিজের অভিমত জানালেন।
কঙ্গনা ‘ধক্কড়’ ছবির শুটিং করছেন ভোপালে। এছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তখন সেখানেই ধর্ষণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ধর্ষকদের উপযুক্ত সাজার কথা বলার সময় উদাহরণ দিলেন সৌদি আরবের। কঙ্গনার ভাষ্যমতে সে দেশের মতো অপরাধীদের চৌরাস্তায় এনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। অভিনেত্রী আরও বললেন, অনেক নারী নিজেদের কথা বলতে দ্বিধাবোধ করেন। এ কারণে অনেক যৌন হেনস্থার ঘটনা আমরা জানতেও পারি না।
নির্যাতিত নারীদের চুপ থাকার একটা বড় কারণ দেশের আইন। ধর্ষকরা জানে যে তারা ঠিক আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারবে। বছরের পর বছর নির্যাতিত নারীদের কেবল প্রশ্নের উত্তর নয়, পুলিশ ও আইনের হাতেও হেনস্থার শিকার হতে হয়।